পৃথিবীর উপগ্রহ যদি হয় চাঁদ তাহলে ধরে নিতে পারি ধাবমান মেঘনার উপগ্রহ হবে চাঁদপুর। পৃথিবী ও চাঁদ সূর্যের আলোতে গর্ব করলেও উন্মত্ত প্রবাহমান উন্মাতাল মেঘনা নিয়ে চাঁদপুরের গর্ব করতে খানিকটা না রাজি মনোভাব রয়েছে। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ প্রান্তিক পর্যায়ে এবং কল-কলানি মেঘনার পূর্বস্থিত ঘনসবুজ নৈসর্গিক ছবি শৌভিত চান্দ্রা ইউনিয়ন। এই ইউনিয়নেই কলম সৈনিকের আবিষ্কারক প্রয়াত আব্দুল লতিফ পাটোয়ারীর প্রতিষ্ঠিত চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনন্য। ১৯৪৪ ইং সালের প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রসূত হয়েছে অনেক জ্ঞানীগুণী। সমাজকে কলুষ মুক্ত করতে এবং তমসাচ্ছন্নকে আলোকিত করতে আলোর আভা ছড়িয়ে দিয়ে আলোকিত আলোক দিশারী সৃষ্টি হয়েছে।এরাই তারা যারা পর মুহূর্তে দেশের সংকটময় অবস্থায় ভূমিকা রাখতে পিছুপা হয়নি। বাংলাদেশ নামক স্বাধীন দেশটি সৃষ্টি করতে এই বিদ্যালয়ের অধ্যায়নকারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসামান্য। যার প্রমাণ মিলে বিদ্যালয়ের পার্শ্বিক বাখরপুর মজুমদার বাড়িতে ৭১ সালে মুক্তি সেনা পাক সেনাদের সম্মুখ যুদ্ধ। বলতে দ্বিধা নেই দেশের জন্য রক্তাক্ত চাদর এই প্রতিষ্ঠানটিও বুনে ছিল।